সোনার বিস্কুট সহ এক ব‍্যক্তিকে গ্ৰেপ্তার করলো পুলিশ , শুরু হয়েছে তদন্ত

13th November 2020 8:41 am অনান‍্য
সোনার বিস্কুট সহ এক ব‍্যক্তিকে গ্ৰেপ্তার করলো পুলিশ , শুরু হয়েছে  তদন্ত


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর মহকুমার অন্তর্গত বিষ্ণুপুর থেকে নগেন্দ্র দাস নামে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে সোনার বিস্কুট সহ আটক করে । পুলিশ সুপার জানিয়েছেন , দীর্ঘদিন যাবৎ  খবর ছিলো যে বাংলাদেশ থেকে পাচার হয়ে সোনার বিস্কুট ধর্মনগরে প্রবেশ করছে । সেই খবরের ভিত্তিতেই পুলিশ বাই সাইকেলে করে সোনার বিস্কুট নিয়ে আসার সময় নগেন্দ্র দাসকে আটক করে এবং তার কাছ থেকে ২৪১ গ্রামের সোনার বিস্কুট উদ্ধার হয় ।  যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই চক্রের সাথে কারা কারা যুক্ত রয়েছে , চক্রের জাল কিভাবে বিস্তার করেছে তা ধৃত ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা শুরু করেছেন তদন্তকারীরা । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।